দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলায় রুপ নিচ্ছে দেশ। দেশের মানুষ একাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করে স্বাধীনতার রুক্তিম সূর্য ছিনিয়ে এসেছে। দেশের জনগণ বার বার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসিয়েছে। তাই আওয়ামী লীগ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করছে। দেশকে উন্নত-সমৃদ্ধ করার পাশাপাশি জনগণের সেবা ও কল্যাণে কাজ করাই আওয়ামী লীগ সরকারের একমাত্র লক্ষ্য।
বৃহস্পতিবার মহান বিজয়ের সূবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্যাপ্টেন তাজ বলেন, জাতির পিতার সুদূরপ্রসারী স্বপ্ন বাস্তবায়নের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকার উন্নয়ন ধারাকে অব্যাহত রেখেছে। মানুষের মৌলিক চাহিদা পূরণ করে। প্রযুক্তি নির্ভর সারাবিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে আমরাও প্রস্তুত আমাদের নতুন প্রজন্মকে নিয়ে। পদ্মা সেতু নির্মাণ করে জননেত্রী শেখ হাসিনা প্রমান করেছেন আমাদের সম্পদের সীমাবন্ধতা থাকলেও আমাদের ইচ্ছাশক্তি এবং দেশ ও দেশের মানুষের প্রতি ভালবাসা ও আন্তরিকতা অভাব নেই। বাংলাদেশের মানুষের এসফলতা যেন প্রজন্মের পর প্রজন্ম পেতে পারে এবং ভবিষ্যত প্রজন্ম যেন সুন্দর জীবন উপভোগ করতে পারে সেই লক্ষ্য রেখেই শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক যুগ্ম সচিব মো. সিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম বকুল, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, বাঞ্ছারামপুর পৌর মেয়র তফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, একেএম শহীদুল হক বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাহমূদুল হাসান ভূইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকার প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন