বিজয়ের সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে বরিশালে শপথ নিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় দেশের অন্যান্য স্থানের মতো বরিশালেও শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। বরিশালে শপথ গ্রহণের আয়োজন করা হয় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে প্রায় ২০ হাজার হাজার মানুষের উপস্থিতিতে।
বিকেল সাড়ে ৪ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী শপথ বাক্য পাঠ করান। ডিসপ্লে বোর্ডের মাধ্যমে প্রধানমন্ত্রীর শপথ প্রদান অনুষ্ঠান সরাসরি প্রদর্শন করা হয়। এ সময় বরিশাল প্রান্তে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ্, বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর, সহসভাপতি সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মো. ইউনুস সহ জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শপথগ্রহণ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে আইন শৃঙ্খলা বাহিনী।
এর আগে নগরীর ৩০টি ওয়ার্ড এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার আওয়ামী লীগ নেতাকর্মী বঙ্গবন্ধু উদ্যানে জড়ো হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন