স্বাধীনতার সুর্বণজয়ন্তী উপলক্ষে প্রায় একহাজার অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গাজীপুরের টঙ্গী ৪৭নং ওর্য়াড শিলমুন ক্যাথারসিস হাসপাতালের উদ্যোগে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ সেবা প্রদান করা হয়। ফ্রি-মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচির দ্বিতীয় দিন হিসেবে শুক্রবারও সেবা প্রদান করা হচ্ছে।
চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষায় রয়েছে বিশেষ ছাড়।
এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের ডিজিএম আলী আহম্মদ, ব্যবস্থাপক কামরুল ইসলাম,সহকারী ব্যবস্থাপক মামুন অর রশিদ, ইফতেখার উদ্দিন আহম্মেদ প্রমুখ।
সেবা প্রদান কালে গাইনী ও স্ত্রী রোগ , মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, গ্যাসট্রোলিভার বিশেষজ্ঞ উপস্থিত থেকে চিকিৎসা সেবা দেন।
এ ব্যাপারে হাসপাতালের ডিজিএম আলী আহম্মদ বলেন, প্রতিবছর আমাদরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে। গত বছর প্রায় দশ হাজার ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। পূর্বের ন্যায় এবারও ফ্রি-ক্যাম্পের মাধ্যমে সেবা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/কালাম