মহান বিজয় দিবস উদযাপন করছে খাগড়াছড়িবাসী। ভোরে চেঙ্গী স্কোয়ার সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় পুস্পস্তবক অর্পণ। প্রথমে মুক্তিযোদ্ধা কমান্ড এর পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, এরপর ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলা প্রশাসন, পুলিশ সুপার, খাগড়াছড়ি প্রেস ক্লাব, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করে।
বৃহস্পতিবার খাগড়াছড়ি ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন, অভিবাধন গ্রহন ও কুচকাওয়াজের আয়োজন করা হয়।
এছাড়া সকালে শিশু একাডেমী হলরুমে আলোচনা সভা, বিকেলে খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে সারাদেশের সাথে একযোগে শথপগ্রহণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। এতিমখানা, জেল খানা বিশেষ খাবার পরিবেশন ও ধর্মীয় প্রতিষ্ঠানে দেশের সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন