শুক্রবার বগুড়ার ফুলতলায় জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার) এর ডিপ্লোমা ইন কমার্স- ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থীদের পুর্নমিলনী ‘শেষ বিকালের একদিন’ অনুষ্ঠানটি নেকটার ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এ মিলনমেলায় ’৯৬ ব্যাচের শিক্ষার্থীদের পরিবারবর্গ অংশ নেয়।
পুর্নমিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেকটারের প্রশিক্ষক আব্দুল আলীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নেকটারের উপ-পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান ও বিশেষ অতিথি পরীক্ষা নিয়ন্ত্রক ফজলে রাব্বী।
প্রথম পর্বে নাম রেজিস্ট্রেশনের পর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণার পর এক বর্ণাঢ্য র্যালি নেকটার ক্যাম্পাস ও ফুলতলা সড়ক প্রদক্ষিণ করে।
বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য বিপ্লব, সুলতান, রুবেল, সুমন, শিমুল, সুজন, সোহেল, নুরে আলম, মিজান, মামুন, শান্ত, খুশি প্রমুখ।
শেষ পর্বে শিক্ষার্থীদের পরিবারবর্গের মধ্যে বিভিন্ন ধরনের খেলাধুলা, কবিতা আবৃতি, র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/কালাম