ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি মার্কেটে আগুন লেগে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাতে পৌরশহরে পুরাতন বাজার সিএনজি স্টেশনের সামনের একটি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে কসবা, ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনটি ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর ভূইয়া জানান, রাতে পৌরশহরে একটি মার্কেটে আগুনের সূত্রপাত্র ঘটে। আগুনে প্রায় ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ব্যবসায়ীদের দেয়া তথ্য অনুযায়ী, আগুনে প্রায় কয়েক লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।
বিডি প্রতিদিন/এএম