বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ অন্যান্য শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এ সময় জেলা উপজেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রীমঙ্গল প্রেসস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন স্বাধীনতা যুদ্ধে বীর শহিদদের স্মরণে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায় ও ওসি শামিম আল রাশিদ তালুকদার। পরে অনুষ্ঠিত হয়েছে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড, স্কুল-কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াাজ ও শরীরচর্চা প্রদর্শন।
সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টির জন্য আলোচনা সভা। শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত ও মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়েছে। হাসপাতাল, এতিমখানা, ও শিশু পরিবারে দেয়া হয়েছে উন্নতমানের খাবার।
সিনেমা হল গুলোতে বিনাটিকিটে ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী করা হয়।
এছাড়া 'টি-রিসোর্ট মিউজিয়ামে’ শিশুদের জন্য বিনাটিকিটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত রাখা হয়। বিকেলে সর্বস্তরের মানুষের অংশগ্রহনে উপজেলা চত্বরে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গড়ার শপথ বাক্য পাঠ করা হয়। একই সময়ে উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ মাঠে শপথ বাক্য পাঠ করা হয়।
বিডি প্রতিদিন/এএ