গাজীপুরে প্রাইভেট কারের ধাক্কায় এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ওই কারসহ চালককে আটক করেছে। শুক্রবার মহানগরীর কাশিমপুর থানাধীন জিরানী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম- আব্দুস সালাম (৪৪)। তিনি রংপুরের কাউনিয়া থানাধীন ছড়াকুটি এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।
জিএমপি’র কাশিমপুর থানার এসআই রায়হান উদ্দিন ও স্থানীয়রা জানান, গাজীপুরের জিরানী এলাকাস্থিত মেসে থেকে সিকিউরিটি গার্ড পদে চাকরি করতেন আব্দুস সালাম। শুক্রবার সকাল ৯টার দিকে তিনি মেসের বাজার করার জন্য স্থানীয় জিরানী বাজারে যাচ্ছিলেন। পথে ওই বাজার এলাকার ফিলিং স্টেশনের সামনে ঢাকা-টাঙ্গাইল পার হওয়ার সময় টাঙ্গাইলগামী একটি প্রাইভেট কার তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এসময় চালক হাসানসহ (৩০) প্রাইভেট কারটি আটক করে। তার বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম