বিজয় দিবস উপলক্ষে ঝিনাইদহে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার সাঈদ। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ খান।
প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন পুরাতন কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ উল্লাহ, ইমাম সমিতির সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিকসহ অনেকে। অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদ ও ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল সদস্যের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ ও অগ্রগতি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলটি পরিচালনা করেন ফাউন্ডেশনের ট্রেইনার মাওলানা আব্দুল্লাহ আল মামুন মাস্টার।
বিডি প্রতিদিন/এএম