গাজীপুরে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ দু’টি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন আমতলী মোড় এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার র্যাব-১ এর স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এএসএম মাঈদুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতের নাম জয়নাল আবেদীন (৪৩)। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ থানার নরহরিপুর এলাকার মৃত ইমাম হোসেনের ছেলে।
র্যাব জানায়, গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন আমতলী মোড় এলাকার মেসার্স আল মদিনা টেইলার্সের সামনে বৃহষ্পতিবার দিবাগত মধ্যরাত পৌনে একটার দিকে কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা ক্রয়-বিক্রয় করছে। এমন গোপন সংবাদ পেয়ে র্যাব-১ এর সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ জয়নাল আবেদীনকে আটক করে।
এসময় তার কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ দুটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার ৯২০ টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, জয়নাল ও তার সঙ্গীরা দীর্ঘদিন যাবৎ চোরাইপথে মাদকদ্রব্য আমদানি করে গাজীপুরের বিভিন্নস্থানে বিক্রয় করে আসছিল বলে র্যাব-এর ওই কর্মকর্তা জানান।
বিডি প্রতিদিন/কালাম