আমাদের জন্য ভালো খবর হচ্ছে যে এই নির্বাচনের মাধ্যমে আমরা তাদের মুখোশ উন্মোচন করতে পেরেছি। এবং আপনারা তাদেরকে এমনভাবে পরাজিত করেছেন যে তাদের ষড়যন্ত্র ধুলিসাৎ হয়েছে। কিন্তু তারা আবার ষড়যন্ত্রে লিপ্ত হবে তাদের ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। আমি আপনাদের সকলকে অনুরোধ করবো এই বিজয়ের মাধ্যমে আমরা মুকসুদপুরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো এবং উন্নয়নের গণজোয়ার বয়ে যাবে। আমি শুধু এমপি নই এই মুকসুদপুর উপজেলা পরিষদের উপদেষ্টা হিসাবে আপনাদের কথা দিচ্ছি এই উপজেলা পরিষদ আপনাদের পাশে থাকবে। আপনার যখন আপনাদের এলাকায় উন্নয়ন পরিকল্পনা করবেন তখন উপজেলা পরিষদ এবং সরকারি যে বরাদ্দ থাকবে আপনারা তার শতভাগ পাবেন। আমি আপনাদের অনুরোধ করবো, উন্নয়নের আগে হচ্ছে রাজনীতি, আপনারা সেদিকেও খেয়াল রাখবেন। নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলছি আপনারাই আমাদের আগামীর সম্বল। আপনাদের তৃনমূলের নেতৃত্বই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
আজ শুক্রবার সকালে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মুকসুদপুর ইউপি নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি এসব কথা বলেন।
সংবর্ধনা অনুষ্ঠানের সভপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাব্বির খান, সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য রেহানা আক্তার। এসময় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন এসময় মুকসুদপুর উপজেলার ১৬ ইউনিয়নের ১৩ ইউনিয়নের আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
বিডি প্রতিদিন/এএ