মহান স্বাধীনতা যুদ্ধে পাকসেনাদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তোলে পুলিশ। এ যুদ্ধে কুড়িগ্রামেরই ১৩৭ জন পুলিশ সদস্য সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন, যাদের মধ্যে এখন জীবিত রয়েছেন ৯১ জন। শুক্রবার দুপুরে জীবিত মুক্তিযোদ্ধা এবং প্রয়াত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সম্মানে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে কুড়িগ্রাম পুলিশ লাইন কনফারেন্স রুমে সভাপতিত্ব করেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।
এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীরবিক্রম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার বীরপ্রতিক, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, মুক্তিযুদ্ধের গবেষক ও উত্তরবঙ্গ জাদুঘরের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মীর্জা নাসির উদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু ও অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন প্রমুখ। অনুষ্ঠানে পুলিশ মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের মাঝে রজনীগন্ধা ফুল ও বিশেষ উপহার সামগ্রী তুলে দেন অতিথিগণ।
বিডি প্রতিদিন/এএ