চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ ও শাারাস্তী উপজেলার ইউপি নির্বাচন-২০২১ উপলক্ষে প্রার্থীদের সাথে আচরণবিধি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর ষ্টেডিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ। সঞ্চালনায় ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দাউদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মিলন মাহমুদ, ফরিদগঞ্জ সার্কেল এএসপি সোহেল মাহমুদ, শাহরাস্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ