নাটোর জেলা আওয়ামী লীগের ব্যানারে বিজয়ের সুবর্ণজয়ন্তীতে আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে শহরের কানাইখালি এলাকায় এই বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কানাইখালি এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সৈয়দ মোর্তুজা আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ, নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিউটি আহমেদসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/কালাম