মহান বিজয় দিবস এবং বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহে বিজয় সমাবেশ ও শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগ।
শনিবার বিকেলে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বের হওয়া বিজয় শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে টাউন হল মোড়ে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রার নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মো. ইকরামুল হক টিটু এবং ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ।
এতে জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিডি প্রতিদিন/এমআই