স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদপুরে বিজয় শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ।
শনিবার বিকেল তিনটায় শহরের থানা রোডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য এ শোভাযাত্রাটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
বিজয় র্যালিতে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল সাহা, সহ-সভাপতি শামীম হক, জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, পৌর মেয়র অমিতাব বোস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সাবেক সদস্য সচিব আইভি মাসুদ, জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু, স্বেচ্ছাসেবক লীগের শওকত আলী জাহিদ, শ্রমিক লীগের আক্কাস হোসেন, ছাত্রলীগের তামজিদুল রশিদ রিয়ানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
পরে প্রেসক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য এ শোভাযাত্রায় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন