জামালপুরে পৌর মেয়রের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার গভীর রাতে শহরের বিভিন্ন স্থানে এসব কম্বল বিতরণ করা হয়।
পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু শহরের রেলওয়ে স্টেশন, বাস টার্মিনালসহ বিভিন্ন জায়গায় অন্তত ৪ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন ও তাদের খোঁজখবর নেন।
তিনি বলেন, শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শীত মৌসুম জুড়ে অব্যাহত থাকবে। আমি পৌরসভার মেয়র হিসেবে পৌর এলাকার প্রত্যেকটি শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবো।
এসময় পৌরসভার কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই