বগুড়ার আদমদীঘির সান্তাহারে ওষুধের দোকানের আড়ালে মাদক বিক্রির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইন মামলা দায়েরের পর সোমবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার সান্তাহার ইউনিয়নের পূর্ব ছাতনির মৃত এমদাদুল হকের ছেলে আমিনুল হক (৬০), সান্তাহার নতুন বাজার মহল্লার মৃত কিনা মন্ডলের ছেলে মেহেদী হাসান (৩২) ও সাঁতাহার মহল্লার তৈয়বুর রহমানের ছেলে মোমিন মাহমুদ (২০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন জানান, বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে রবিরার সন্ধ্যায় সান্তাহার রেলগেট চত্বরে তাছিন ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। ওই ফার্মেসির ক্যাশ বাক্সের মধ্যে ১৯৫ পিচ নেশার ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৩০ পিচ অ্যাম্পুল উদ্ধার করা হয়েছে । এসময় ফার্মেসি মালিক আমিনুল, কর্মচারি মেহেদি ও মোমিনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, দীর্ঘ দিন যাবৎ এই ফার্মেসিতে নেশাজাতীয় মাদকদ্রব্য বিক্রি করা হচ্ছিল।
বিডি প্রতিদিন/এএ