গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের মামলায় আইয়ুব আলী (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার আইয়ুব আলীকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, উপজেলার রাজাহার ইউনিয়নের বানেশ্বর বাজার থেকে আইয়ুব আলীকে গ্রেফতার করা হয়। তিনি একই ইউনিয়নের মিসকিন জাফর গ্রামের আজিজুল হকের ছেলে।
মামলায় উল্লেখ করা হয়, ঘরে মোবাইলফোনে নেটওয়ার্ক না পাওয়ায় ওই গৃহবধূ শুক্রবার রাত ৯টার দিকে বাড়ির বাইরে এসে সৌদি প্রবাসী স্বামীর সাথে কথা বলছিলেন। এ সময় ৩ যুবক তাকে মুখ চেপে ধরে বাড়ির পশ্চিম পাশে ফাঁকা মাঠে এনে গণধর্ষণ করে। এরই প্রেক্ষিতে তিনি এ মামলা করেন।
বিডি প্রতিদিন/এএম