ফরিদপুরের চরাঞ্চলের নদী ভাঙন, অসহায় দরিদ্র ১ হাজার পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে শহরের ডিগ্রিরচর ইউনিয়নের সিএন্ডবি ঘাট এলাকার আমরা দেশ গড়ি-এডিজি অফিস চত্বরে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমরা দেশ গড়ির পরিচালক আলম শেখ, ডিগ্রিরচর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান পাঞ্জু শেখ, স্থানীয় ওয়ার্ড মেম্বার আবুল হাসান মন্টু ও মো. খায়রুল। যশোদা জীবন দেবনাথের অর্থায়নে সদর উপজেলার ডিক্রিরচর ও ইশান গোপালপুর ইউনিয়নের ১ হাজার পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ