বাগেরহাটের রামপাল উপজেলায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে ফিরোজ শেখ (৪০) নামে এক দলীয় কর্মী হত্যা মামলার এজহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার মধ্যরাতে উপজেলার কাষ্টবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে আসামি বজলু শেখ (২৫), ইমরান শেখ (২২), এনাম শেখ (৪২), সুমন শেখ (২১) ও সাগর গাজীকে (২২) গ্রেফতার করে। তাদের সবার বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার কাষ্টবাড়িয়া গ্রামে।
র্যাব জানায়, আওয়ামী লীগ নেতা ফিরোজ শেখ হত্যা মামলার আসামিরা এই এলাকায় রয়েছে এমন গোপন তথ্যের ভিত্তিতে রবিবার মধ্যরাতে র্যাব-৬ এর (স্পেশাল কোম্পানি) একটি বিশেষ দল বাগেরহাট জেলার রামপাল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় কাষ্টবাড়িয়া গ্রাম থেকে আলোচিত এই হত্যা মামলার এজহারভুক্ত এই পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়। তাদের রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।
গত ১৭ ডিসেম্বর রামপাল উপজেলার সদর ইউনিয়নে আওয়ামী লীগের হোসেন মেম্বর গ্রুপের সদস্যদের হামলায় একই দলের প্রতিপক্ষ জামু গ্রুপের ফিরোজ শেখ (৪০) গুরুতর আহত হন। ওই দিন রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/কালাম