বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে দিনাজপুরে মানববন্ধন করেছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। সোমবার সকালে ১১টায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার উদ্যোগে দিনাজপুর শহরের নিমতলা মোড় এলাকায় রাস্তায় স্বল্প সময়ের জন্য মানববন্ধন পালন করা হয়।
অপরদিকে, সোমবার সকালে বিরল বাজারে উপজেলার বিএনপির আহবায়কের চাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিরল উপজেলা বিএনপি, পৌর বিএনপির উদ্যোগে কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. মঞ্জরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি আলহাজ রেজিনা ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. মকশেদ আলী মঙ্গলিয়া, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট দিনাজপুরের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুল করিম প্রমুখ। মানববন্ধনে স্কুল শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসানসহ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অপরদিকে, সোমবার সকালে বিরল বাজারে একই দাবীতে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। বিশেষ অতিথি ছিলেন বিরল উপজেলা বিএনপির আহবায়ক মোঃ বাবুল হোসেন, যুগ্ম আহবায়ক ও বিরল উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলামসহ সকল অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দল দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুল করিম।
বিডি প্রতিদিন/এএ