কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস ২০২১ উপলক্ষে ২ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে এক প্রীতিভোজ অনুষ্টিত হয়েছে।
সোমবার দুপুরে ব্যাটালিয়নের গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। এ সময় উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর আব্দুল লতিফ, টেকনাফ বিসিজি স্টেশন কোস্টগার্ডের লে. কমান্ডার আতিক মাহমুদ খান,টেকনাফ মডেল থানার পরিদর্শক অপারেশন্স খোরশেদ আলমসহ ২ বিজিবি কর্মকর্তা ও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ তার অভিষ্ঠ লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
বিডি প্রতিদিন/এএ