বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুমিল্লা নগরীর ইস্টার্ন ইয়াকুব প্লাজার নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহত নৈশ প্রহরীর নাম মামুন মিয়া (৬০)।
তিনি দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন ইস্টার্ন ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম।
তিনি জানান, ভোররাতের দিকে মামুন প্লাগ স্ট্যান্ড নামাতে যায়। হাত ফসকে প্লাগ স্ট্যান্ডটি বিল্ডিংয়ের পাশে থাকা ৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে গিয়ে পড়ে। সাথে সাথেই তিনি বিদ্যুতায়িত হয়ে মারা যান।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, ইস্টার্ন ইয়াকুব প্লাজায় একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।
বিডি প্রতিদিন/আবু জাফর