বরিশালের আগৈলঝাড়া ও গোপালগঞ্জে কোটালীপাড়ায় পৃথক অভিযান চালিয়ে বিদেশী ও দেশী মদ এবং ইয়াবাসহ ২ জনকে আটক করেছে র্যাব-৮। বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) দিনভর এই অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন- আগৈলঝাড়া উপজেলার বাকাল এলাকার শৈলেন মালাকার (৫০) এবং কোটালীপাড়ার আমতলী এলাকার মো. হান্নান মিয়া (৪৫)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় আগৈলঝাড়ায় অভিযান চালিয়ে ৬ বোতল বিদেশী ও সাড়ে ৭ লিটার দেশীয় মদ এবং ২৫ লিটার চোলাই মদসহ শৈলেনকে আটক করা হয়। অপরদিকে, কোটালীপাড়ার আমতলীর কাঠালতলা এলাকায় অভিযান চালিয়ে ২৪৭ পিস ইয়াবাসহ হান্নান মিয়াকে আটক করে র্যাবের আরেকটি বিশেষ দল।
জিজ্ঞাসাবাদ শেষে ওই দিনই শৈলেনকে আগৈলঝাড়া থানায় এবং হান্নানকে কোটালীপাড়া থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেন র্যাবের ডিএডি মো. জি এম আনসার আলী।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ