গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে রবিবার সকালে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ ৩য় ধাপ” এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। কুচকাওয়াজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্নেল মোহাম্মদ রফিকুল ইসলাম, উপ-মহাপরিচালক (অপারেশনস্) মোঃ সামছুল আলম, বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট উপ-মহাপরিচালক এ কে এম জিয়াউল আলমসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এসময় শ্রেষ্ঠ প্রশিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। মোট ১ হাজার ৩ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ড্রিল-এ শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেন দিনাজপুরের মো. মামুন রশিদ, ফায়ারিং-এ সেরা রাজশাহীর মো. সুজন সরকার আর সব মিলিয়ে চৌকস প্রশিক্ষণার্থীর পুরস্কার অর্জন করেন রংপুরের মো. জাকারিয়া হক।
বিডি প্রতিদিন/এএ