শপথ নিয়েছেন মাগুরা শ্রীপুর উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানরা। আজ রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
সকাল ১১টায় চেয়ারম্যানদের শপথ বাক্যপাঠ করার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। বক্তব্য রাখেন পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা নির্বাচন অফিসার ওলিউল ইসলাম, শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন প্রমুখ। শপথ নেয়া ৮ জন নবনির্বাচিত চেয়ারম্যানরা হচ্ছেন গয়েশপুর ইউনিয়নের আব্দুল হালিম মোল্যা, আমলসার ইউপির সেবানন্দ বিশ্বাস, শ্রীকোল ইউপির কুতুবুল্লাহ হোসেন মিয়া, শ্রীপুর সদর ইউপির মশিয়ার রহমান, দ্বারিয়াপুর ইউপির আব্দুস সবুর, কাদিরপাড়া ইউপির আইয়ুব হোসেন খান, সব্দালপুর ইউপির পান্না খাতুন ও নাকোল ইউনিয়ন পরিষদের হুমাউনুর রশিদ মুহিত।
বিডি প্রতিদিন/এএ