বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাচ্চুকে সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি ও দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
দলীয় প্যাডে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক স্বাক্ষরিত এক নোটিশে এ খবর জানা গেছে।
ঊর্ধ্বতন নেতাদের সাথে অসদাচরণ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ তাকে দলীয় পদ থেকে অব্যাহতি ও দল থেকে সাময়িক বহিষ্কার করা হল।
এ বিষয়ে জানার জন্য আব্দুর রহিম বাচ্চুর সাথে যোগাযোগের জন্য একাধিকবার চেষ্টা করেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন