গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পনের কোটি টাকা ব্যয়ে ৪ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে ওই প্রকল্পগুলো উদ্বোধন করেন।
প্রকল্প গুলো হচ্ছে টেংরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, টেংরাখোলা বোয়ালিয়া ফেরিঘাট ৬০ মিটার ব্রিজ, মহারাজপুরের মুন্সী নারায়নপুরে কুমার নদের উপর ৯০ মি: সেতু, এবং উপজেলা কমপ্লেক্স কর্মকর্তাদের বাসভবন নির্মাণ।
এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র এ্যাডঃ আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম সিকদার ও উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন