বাগেরহাটের শরণখোলা উপজেলায় ইলিশের পোনা বিক্রির অপরাধে বেলায়েত হোসেন নামে এক মাছ ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা পরিষদে চত্বরে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর আলী মোবাইল কোর্ট পরিচালনা করেন। জাটকা বিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলা সাউথখালী ইউনয়িনর সুন্দরবনসংলগ্ন সোনাতলা তজুরগেট এলাকা থেকে বেলায়েত হোসেন নামের ওই ব্যবসায়ীকে আটক করে মৎস্য বিভাগ। এসময় তার আড়ৎ তল্লাশি করে ৩৫ কেজি ইলিশের পোনা জব্দ করা হয়।
শরণখোলা উপজেলা মৎস্য অফিস জানায়, ইলিশের পোনাসহ বিক্রেতাকে আটক করে উপজেলা পরিষদে নিয়ে এলে মোবাইল কোর্টের মাধ্যমে দেড় হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিছু অসাধু জেলে সুন্দরবনের ভোলা নদী থেকে পোনাগুলো আহরণ করে। একেকটি ইলিশের পোনা দেড় থেকে দুই ইঞ্চি সাইজের। তারা এই ইলিশের পোনাগুলোকে এলাকার হাটবাজারে চাবলি মাছ বলে বিক্রি করে আসছে। পরে জব্দকৃত ৩৫ কেজি ইলিশের পোনা স্থানীয় দুটি এতিম খানায় বিতরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন