ময়মনসিংহের পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেছেন, ‘ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা গ্রাম্য সালিসে নারী নির্যাতন ও ধর্ষণের মত অপরাধের বিচার করতে পারবে না। এমনকি স্থানীয় মাতব্বররাও এর বিচার করতে পারবে না। এজন্য থানা পুলিশের সহায়তা নিতে হবে। অন্যথায় তা অপরাধ বলে গণ্য হবে।’
রবিবার বিকালে ময়মনসিংহ নগীরর খাগডহরের বাহাদুরপুর আবাসন মোড়ে কোতোয়ালী মডেল থানা পুলিশের বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, ‘মাদকের বিষয়ে কোন ছাড় দেয়না পুলিশ। মাদক নির্মূলে দিনরাত কাজ করছে পুলিশ বাহিনী। পুলিশের কোন সদস্য যদি অপকর্ম করে, এমনকি মাদকের সাথে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, সদর উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইনসহ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম