বাগেরহাটের ফকিরহাট আহম্মদ ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, লাইসেন্স নবায়ন না করা ও সার্জিক্যাল যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ব্যবস্থা না থাকায় এক রাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করেন।
বাগেরহাট জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম জানান, রবিবার দুপুরে ফকিরহাট উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময়ে আহম্মদ ডায়াগনস্টিক এন্ড ক্লিনিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, লাইসেন্স নবায়ন না করা ও সার্জিক্যাল যন্ত্রপাতি জীবাণু মুক্ত করার ব্যবস্থা না থাকাসহ আসন সীমার অতিরিক্ত রোগী ভর্তি করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় ক্লিনিক ম্যানেজার আকরাম হোসেনকে নগদ এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
বিডি প্রতিদিন/হিমেল