বাগেরহাটে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) অনুসন্ধানমূলক রিপোর্টিং বিষয়ে ৩ দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ শেষ হয়েছে। রবিবার বিকালে বাগেরহাট প্রেসক্লাব মুজিববর্ষ সম্মেলন কেন্দ্রে প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
বাংলাদেশের প্রেস ইনস্টিটিউট (পিআইবি) পরিচালক (অধ্যয়ণ ও পরিচালক) মোহাম্মদ আফরাজুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাগেরহাট প্রেসক্লাব সভাপতি নীহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক আব্দুল বাকী তালুকদার, প্রশিক্ষণার্থী শেখ মোহাম্মদ আলী, মহাম্মদ আলী মোহন প্রমুখ।
পরে বাগেরহাটের জেলা প্রশাসক সাংবাদিকতায় অনুসন্ধানমূলক রিপোর্টিংয়ের অংশ নেয়া ৩৫ জন সাংবাদিকের হাতে সনদপত্র তুলে দেন।
বিডি প্রতিদিন/হিমেল