খুলনা নগরীর খানজাহান আলী থানার যোগিপোলে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ ধর্ষক মোহন মিনাকে (১৭) গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। সে যোগিপোল ইউনিয়ন পরিষদ সংলগ্ন ফার্নিচারের দোকানের কর্মচারী ও সেলিম মিনার ছেলে।
জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই শিশুকে ভয়ভীতি দেখিয়ে পাশ্ববর্তী পরিত্যক্ত ভবনে নিয়ে ধর্ষণ করে মোহন মিনা। এসময় মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
খবর পেয়ে পুলিশ শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে। এ ঘটনায় খানজাহান আলী থানায় ধর্ষণ মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম