ঝালকাঠিতে বিরোধীয় জমির ফলদ গাছ কর্তনের অফিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে শহরের কিফাইতনগর এলাকায় এ ঘটনা ঘটে।
কিফাইতনগর এলাকার সৈয়দ সাহাবউদ্দিন জানান, রবিবার দুপুরে কিফাইতনগরের রফিক মাঝি, তার ছেলে শুভ, পাশ্ববর্তী রাজাপুর থেকে ভাড়াটিয় সন্ত্রাসী নিয়ে জমি বিরোধের জেরে আমাদের উপর হামলা চালিয়ে আমাদের জমিতে রোপন করা পেয়ারা, আমড়া, মাল্টা, আমসহ ফলদ বৃক্ষ ও সবজি বাগান বিনষ্ট করে। আমরা এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছি। এরপূর্বে শনিবার আমাদের বাড়িতে প্রবেশ করে আমাদের উপর হামলা করে তারা। এতে নারী শিশুসহ ৪/৫ জন আহত হয়েছে। এই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত লায়লা ইসলাম বলেন, এ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। সেখানে তারা মাটি কাটতে গেলে আমরা বাধা দেই। এক পর্যায়ে বাধ্য হয়ে আমার ছেলে গিয়ে কিছু গাছ কেটে ফেলে।
বিডি প্রতিদিন/এএম