বাগেরহাটের মোরেলগঞ্জে একটি ফাঁকা বাড়িতে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে দুই চোর। এরা হচ্ছেন- হরগাতী গ্রামের মিজান গাজীর ছেলে ১০ মামলার আসামি মাসুদ গাজী (৩৭) ও জামাল গাজীর ছেলে ৪ মামলার আসামি সেলিম গাজী(৩৪)। এসময় চোরদের হামলায় ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর জখমী প্রমথ মুখার্জীকে(৫২) মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার ভোররাত ৪টার দিকে পঞ্চকরণ ইউনিয়নের উত্তর কুমারিয়াজোলা গ্রামের শিক্ষক দম্পতি পিনাক মুখার্জীর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বেলা ৭টার দিকে নিকটস্থ ফাঁড়ি পুলিশ ওই দুই চোরকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আটক চোর মাসুদ গাজীর বিরুদ্ধে বাগেরহাট সদর ও মোরেলগঞ্জ থানায় দুুটি ডাকাতি, চাঁদাবাজি, ঘরপোড়াসহ বিভিন্ন অপরাধে ১০টি মামলা ও সেলিম গাজীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনসহ মোরেলগঞ্জ থানায় ৪টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/এএম