যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারই দরিদ্র মানুষের আস্থার স্থান। দরিদ্র মানুষের উন্নয়নে কাজ করছে সরকার। অসহায় অনগ্রসর মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দরিদ্র জনগোষ্ঠীকে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে দারিদ্রতা কমিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
রবিবার ভোলার চরফ্যাশন উপজেলায় অসহায়দের মাঝে ত্রাণের ঢেউটিন বিতরণকালে তিনি এসব কথা বলেন। জ্যাকব বলেন, দারিদ্র বিমোচনে সরকার গত ১৩ বছরে দেশে নানামুখী পদক্ষেপের কারণে আর্থ-সামাজিক উন্নয়নে অনেক কর্মসূচি গ্রহণ করেছে এবং দারিদ্রতা নিরসণে আওয়ামী লীগ সরকারের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে। দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে আওয়ামী লীগ সরকারের সক্ষমতা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।
বিডি প্রতিদিন/হিমেল