চুয়াডাঙ্গার দর্শনায় বৈদ্যুতিক পোলের সাথে ধাক্কা লেগে আবু সিদ্দিক (৫০) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১১টার দিকে দর্শনা পুরাতন বাজার এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সিদ্দিক দর্শনার নিরাপত্তা কর্মী ছিলেন। তিনি দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের মৃত দাউদ মন্ডলের ছেলে।
নিহতের ছেলে আব্দুল্লাহ আল মামুন জানান, জরুরি কাজে শনিবার রাতে গ্রামের বাড়ি দামুড়হুদার কুড়ালগাছি যাচ্ছিলেন আবু সিদ্দিক। পথে দর্শনা পুরাতন বাজার এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক পোলের সাথে ধাক্কা লাগে। এতে মারাত্মক আহত হন তিনি। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ আহত আবু সিদ্দিককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।
দর্শনা থাকার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবির জানান, রাতে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার করে পুলিশ। এরপর আহত আবু সিদ্দিককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।
বিডি প্রতিদিন/এএম