ময়মনসিংহের ফুলপুরে ৪শ' গ্রাম গাঁজাসহ মঞ্জু মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে এসআই আশরাফুল আলম ও এএসআই নাসিম পারভেজ তাকে আটক করেন।
মঞ্জু উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের পুরাপুটিয়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে।
এ ব্যাপারে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মাদক নিয়ন্ত্রণ ও নির্মুল আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আজ ময়মনসিংহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন