ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর যন্ত্রকৌশল বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রথম পর্বে আনন্দ শোভাযাত্রা, দ্বিতীয় পর্বে আলোচনা সভা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুনদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
রবিবার সকালে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার মিলনায়তনে আলোচনা সভা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুনদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান।
তিনি বলেন, এ অনুষ্ঠানে একদিকে যেমন বিদায়ের বাণী ধ্বনিত হয়েছে; ঠিক অন্য দিকে নতুনের আগমনে আনন্দের বার্তা বয়ে এনেছে। বিদায়ী শিক্ষার্র্থীরা বিভাগের দেওয়া বিদ্যা কাজে লাগিয়ে নানামুখী সেবার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি নবীন শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি কো-কারিকুলাম এক্টিভিটিগুলোতে মনোযোগী হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: আরেফিন কাওসারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদ, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. হিমাংশু ভৌমিক, পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে ক্রেস্ট ও ফুলেল অভিনন্দনের মাধ্যমে ৩৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং পরে ৩২তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এএম