ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, হালুয়াঘাট পৌরসভা, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ড, হালুয়াঘাট পল্লী বিদ্যুৎ সমিতিসহ সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, মাহমুদুল হক সায়েম, চেয়ারম্যান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীরমুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আবদুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, থানা অফিসার ইনচার্জ মোঃ শাহীনুজ্জামান খান।
বিডি প্রতিদিন/নাজমুল