বগুড়ায় শিবগঞ্জ উপজেলায় পুকুরের জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রেহেনা আক্তার মিলি (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার সকালে খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই শামীম মণ্ডল এবং তার স্ত্রী রুনা বেগমকে আটক করেছে পুলিশ।
বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের নিয়ামতপুর মধ্যপাড়া গ্রামের বুলু মণ্ডলের মেয়ে রেহেনা আক্তার। তার সাথে তারই চাচাতো ভাই শামীমের পুকুরের জমির ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এরই পরিপ্রেক্ষিতে সোমবার সকালে এই ভাগবাটোয়ারা নিয়ে দুই পরিবারের সংঘর্ষ শুরু হয়।
এ সময় রেহেনা আক্তারকে ছুরিকাঘাত ও মারধর করে প্রতিপক্ষরা। পরে পরিবারের সদস্যরা আহত রেহেনাকে নিয়ে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়ার শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/এমআই