ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে মুজিব অঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসটি উপলেক্ষ্যে মুক্তিযুদ্ব জাদুঘরে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে চিত্র প্রদর্শনী, শিশু-কিশোরদের ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা,বঙ্গবন্ধুর জীবনভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
সকাল ৯ টায় জেলা প্রশাসন চত্বরে মুজিব অঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান। সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা প্রশাসক হাবিবুর রহমান,পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক, মুক্তিযোদ্ধা সংসদ,আওয়ামীলিগ, শিল্পকলা একাডেমী, অধ্যক্ষ সরকারী কলেজ,অধ্যক্ষ সরকারী মহিলা কলেজ, আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়,ডিকেপি মাধ্যমিক বিদ্যালয়,পৌরসভা,এলজিইডি,সওজ,সহ বিভিন্ন সরকারী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
বিডি প্রতিদিন/নাজমুল