পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর ভাষণ প্রচারসহ নানা আয়োজনে গাজীপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিলে ডিফেন্সসহ বিভিন্ন সরকারি বেসরকারি, প্রতিষ্ঠান, সংস্থা ও সংগঠনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক আনিসুর রহমান। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
ঐতিহাসিক ৭ই মার্চে সোমবার সকালে রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। বিকেলে জাতীয় বিশ্বদ্যিালয়ের গাজীপুর ক্যাম্পাসে সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতিতে একযোগে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ শোনানো হয়।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের নেতৃত্বে সকালে গাজীপুর ক্যাম্পাসে ‘স্বাধীনতার চিরন্তন’ মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে এবং ধানমন্ডি ৩২ নম্বরে দুপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে এ উপলক্ষ্যে প্রশাসন চত্বর থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: গিয়াসউদ্দীন মিয়ার নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর এর উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের দেয়ালে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিডি প্রতিদিন/নাজমুল