বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আবু জাফর (৫০) নিহত ও এক নারী আহত হয়েছেন। সোমবার সকাল ১০টায় নিহত জাফর বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ফোকগালা মহল্লার মৃত জহির উদ্দিনের পুত্র।
হাইওয়ে পুলিশ নন্দীগ্রামের নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, বগুড়া নাটোর মহাসড়কের দামগাড়া নামক স্থানে সোমবার সকাল ১০টায় মোটরসাইকেল চালক আবু জাফরকে পিছন দিক থেকে ব্যাটারী চালিত অটো ভ্যান ধাক্কা দেয়। এ সময় জাফর ও তার সাথে থাকা খাদিজা বেগম (৪৫) মহাসড়কের উপর ছিটকে পড়েন। এরপর ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২ টায় জাফর মারা যান। বর্তমানে আহত খাদিজা চিকিৎসাধীন রয়েছেন।
বিডি প্রতিদিন/এএম