রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস পালন করা হয়েছে। সোমবার সকালে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ঝগড়াবিলস্থ স্থায়ী ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাঞ্চন চাকমা।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা। এছাড়া সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন করে। শহরের সদর উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এছাড়া দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে প্রদত্ত ভাষণ রাঙামাটি শহরে জুড়ে প্রচার করা হয়। আর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আলোকসজ্জার ব্যবস্থা করা হয় পুরো শহরে।
বিডি প্রতিদিন/এমআই