ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ-৭(ত্রিশাল) আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী এয়ার অ্যাম্বুল্যান্সে করে ঢাকায় পাঠানো হয়েছে।
ত্রিশালের নিজ বাসায় সোমবার রাতে হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
সাংসদপুত্র হাসান মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার মধ্যরাতে হার্টের ব্যথা অনুভব করায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এমপি মাদানীকে। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক বোর্ড বসিয়ে জরুরি ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন