দিনাজপুরের ৪টি উপজেলার ২১টি ইউপি নির্বাচনের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন। তাদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মোহাম্মদ জাকী।
সোমবার দুপুর ১২টার দিকে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনাজপুর সদর, বিরল, বীরগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত দায়িত্ব (স্থানীয় সরকার) মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. শাহিনুর ইসলাম প্রামানিক প্রমুখ।
শপথ গ্রহণকারী চেয়ারম্যানরা হলেন-দিনাজপুর সদরের ২ নম্বর সুন্দরবন ইউপির মো. আব্দুল লতিফ, ৩ নম্বর ফাজিলপুর ইউপির অভিজিত বসাক, ৪ নম্বর শেখপুরা ইউপির মো. মমিনুল ইসলাম, ৫ নম্বর শশরা ইউপির মো. মোকছেদ আলী, ৬ নম্বর আউলিয়াপুর ইউপির মো. মোস্তফা কামাল, ৭ নম্বর উথরাইল ইউপির মো. রুহুল আমিন, ৮ নম্বর শংকরপুর ইউপির মো. আতাউর রহমান, ৯ নম্বর আস্করপুর ইউপির মো. আবু বক্কর ছিদ্দিক, ১০ নম্বর কমলপুর ইউপির মো. আহাচান হাবিব।
বিরল উপজেলার ৩ নম্বর ধামইর ইউপির মো. মসলেম উদ্দীন, ৪ নম্বর শহরগ্রাম ইউপির মো. ওয়াহেদ আলী, ৬ নম্বর ভান্ডরা ইউপির মো. মামুনুর রশিদ মামুন, ৮ নম্বর ধর্মপুর ইউপির মো. নুর ইসলাম, ৯ নম্বর মঙ্গলপুর ইউপির মো. আবুল কাসেম, ১০ নম্বর রানীপুকুর ইউপির মো. আল্লামা আজাদ ইকবাল।
বীরগঞ্জ উপজেলার ৬ নম্বর নিজপাড়া ইউপির মো. আনিসুর রহমান, ৮ নম্বর ভোগনগর ইউপির মো. রাজিউর রহমান। ঘোড়াঘাট উপজেলার ১ নম্বর বুলাকি ইউপির মো. সদের আলী, ২ নম্বর পালশা ইউপির মো. কবিরুল ইসলাম প্রধান, ৩ নম্বর সিংড়া ইউপির মো. সাজ্জাত হোসেন ও ৪ নম্বর ঘোড়াঘাট ইউপির মো. আসাদুজ্জামান ভুট্টু।
বিডি প্রতিদিন/এমআই