লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন নিহতের ভাতিজি। সোমবার সকালে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বাসাবাড়ি বাজার লুজারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী আ. রহিম (৪০) চর মোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর গ্রামের মৃত হায়দার আলী মালের ছেলে। তিনি সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। গত মাসে ছুটিতে সিঙ্গাপুর থেকে বাড়ি ফিরেন।
দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্রী তার ভাতিজি ইভা গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজন ইভাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নেয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করেন। তার অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, সোমবার সকাল ১০টার দিকে আ. রহিম মোটরসাইকেলযোগে বাসাবাড়ি বাজারে ভাতিজিকে কোচিং সেন্টারে নিয়ে যাচ্ছিলেন। ওই সময় ভোলা থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আ. রহিম মারা যান।
রায়পুর থানার এসআই মো. কামাল হোসেন বলেন, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/এমআই