বাগেরহাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। সোমবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন।
পরে বাগেরহাট- ২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়, পুলিশ সুপার কে এম আরিফুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তর ও দলীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট- ২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার কে এম আরিফুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভুইয়া হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জমান বাচ্চুসহ আরও অনেকে।
বিডি প্রতিদিন/এমআই